logo
  • ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৭

‘বাহুবলী’ নায়কের সঙ্গে সুজানা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৭ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৭
সুজানা-প্রভাস
‘বাহুবলী’ সিনেমা দেখেছেন অথচ প্রভাসের ফ্যান হননি একথা ভাবাই যায় না। রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল ছবিটি। বাহুবলী মুক্তির পর ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস।

ভারতের এই বড় তারকার সঙ্গে এবার দেখা হয়ে গেল বাংলাদেশের মডেল-অভিনেত্রী সুজানা জাফরের। বিমানের মধ্যে তাদের এই সাক্ষাৎ হয়।

গতকাল বুধবার ফেসবুকে প্রভাসের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সুজানা জাফর। ছবিটি দেখে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন ঘটনা কী?

সুজানাই জানিয়েছেন, বুধবার দুবাই যাবার সময় বিমানে উঠে প্রভাসকে দেখতে পান তিনি। আর লোভ সামলাতে না পেরে প্রিয় তারকার সঙ্গে ছবিটি তোলেন তিনি। এ সময় প্রভাসকে নিজের পরিচয় দেয়ার পাশাপাশি তার বাহুবলী সিনেমার প্রশংসা করেন। প্রভাস বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানান। কথা ওইটুকুই।

তবে প্রভাস সাধারণের মধ্যে অসাধারণ বলে জানান এই অভিনেত্রী। এত বড় তারকা কিন্তু কোনও তাপ-উত্তাপ নাই।

এম 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়