• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হিন্দি কমন ভাষা: রজনীকান্তের না

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৪
তামিল সুপারস্টার রজনীকান্ত
রজনীকান্ত। ফাইল ছবি

ভারতে হিন্দি ভাষা চাপানোর বিরোধিতায় এবার সরব হলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। গত শনিবার হিন্দি দিবস উপলক্ষে বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক দেশ, এক ভাষার পক্ষে কথা বলেন। এ নিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষেরা প্রতিবাদমুখর হয়ে ওঠে। গর্জে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো।

হিন্দি ভাষাকে দেশের ‘কমন’ ভাষা করার বিষয়ে রজনীকান্তের বলেন, একটি অভিন্ন সাধারণ ভাষা দেশের জন্য ভালো। কিন্তু ভারতে তা করা সম্ভব নয়। জোর করে আপনি কোনও ভাষা চাপিয়ে দিতে পারেন না।

তিনি আরও বলেন, শুধু ভারত নয়, যে কোনও দেশের একতা ও অগ্রগতির জন্যই এক দেশ এক ভাষা ভালো। আমাদের দেশে এক ভাষা চালু করা সম্ভব নয়। বিশেষ করে, আপনি যদি হিন্দি জোর করে চাপাতে চান, শুধু তামিলনাড়ুই নয়, দক্ষিণ ভারতের কোনও রাজ্যই তা মেনে নেবে না।

---------------------------------------------------------------
আরো পড়ুন: শাড়ি পরে ফুটবল খেললেন শ্রাবন্তী!
---------------------------------------------------------------

এছাড়া রজনীকান্ত ভবিষ্যৎ হুঁশিয়ারি দিয়ে বলেন, হিন্দি জোর করে চাপিয়ে দিতে চাইলে অ-হিন্দিভাষীরা কেউ মানবে না।

এছাড়া দক্ষিণের আরও একজন সুপারস্টার কমল হাসান আগেই বলেছিলেন, কোনও শাহ-সুলতান আমাদের ঐক্য নষ্ট করতে পারবে না। আমরা সব ভাষাকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের মাতৃভাষা সর্বদা তামিল থাকবে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে আইনিভাবে বিচ্ছেদের পথে ধানুশ-ঐশ্বরিয়া
আদালতে ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের মামলা
‘ওমর’ প্রসঙ্গে দর্শনা বললেন, ‘নানা সমস্যা’
এবার ঈদে হিন্দি গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
X
Fresh