spark
logo
  • ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৬ জন, আক্রান্ত ৩৪৮৯ জন, সুস্থ হয়েছেন ২৭৩৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ইলিয়ানার ভয়ানক অসুখ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৭
ইলিয়ানা ডিক্রুজ ভয়ানক অসুখ
ইলিয়ানা ডিক্রুজ
ঘুমের মধ্যে হাঁটা, কখনও ঘুমের মধ্যে বিছানা থেকে উঠে ঘরের মধ্যে ঘুরে বেড়ানো, আবার কখনও ঘরের বাইরে বেরিয়ে পড়ার মতো অভ্যাস তৈরি হয়েছে বলিউড অভিনেত্রীর। সম্প্রতি এই ভয়ানক অসুখের খবর দিয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ।

ভারতীয় গণমাধ্যমকে ইলিয়ানা বলেন, ঘুমের মধ্যে বিছানা থেকে উঠে কখন ঘরের বাইরে বেরিয়ে পড়েন, তাও বুঝতে পারেন না তিনি। ওই সময় কীভাবে ঘুমের মধ্যে তার পায়ে আঘাত লাগলেও বোঝেন না। পরে যখন ব্যথা অনুভব হয় জানেন। যদিও এটা ভালোভাবেই বুঝতে পারেন যে, ঘুমের মধ্যেই হেঁটে বেড়াচ্ছেন তিনি।

নিজের অসুস্থতার বিষয়ে কথা বলার পর ইলিয়ানার ভক্তরা একাধিকভাবে কটাক্ষ করতে শুরু করেন। কেউ ইলিয়ানাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। আবার কেউ মশা মারার ওষুধ ব্যবহার করতে বলেন। কেউ বলেন, রাতে তার বাড়ির দরজা খোলা থাকে। তাই ইলিয়ানা ঘুমের মধ্যে হাঁটা শুরু করে বিনা বাধায় বাড়িতেও চলে আসতে পারেন।

সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু অ্যানড্রিউ নিবোনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ইলিয়ানার। বিচ্ছেদের পর ইলিয়ানা মানসিক দ্বন্দ্বে ভুগছেন। তবে নিজেকে কীভাবে ভালো রাখা যায়, সে বিষয়েও আস্তে আস্তে মনের জোর বাড়াচ্ছেন বলেও জানান অভিনেত্রী।

জিএ

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭২১৩৪ ৮০৮৩৮ ২১৯৭
বিশ্ব ১১৭৫৬৫০৬ ৬৭৫৩১৭০ ৫৪১০৮৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়