• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘এন্ড্রু কিশোর কখনোই দুস্থ নন, তিনি বাংলা গানের রাজাধিরাজ’

আসিফ আকবর, সঙ্গীতশিল্পী

  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০
এন্ড্রু কিশোর, আসিফ আকবর

আমাদের কুমিল্লার বাসায় নীচতলায় ভাড়াটিয়া ছিল একটি রোমান ক্যাথলিক পন্থী ক্রিশ্চিয়ান পরিবার। ঐ পরিবারে আমার দুজন ক্লাসমেট ছিল মিউরি আর মরিন। বাবরা আপা ছিলেন শাসক। রড্রিকস ফ্যামিলির প্রিয় শিল্পী ছিলেন আনপ্যারালাল প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর দা। বাবরা আপার কালেকশনে ছিল এন্ড্রু’দার সব ফিল্মের গানের ক্যাসেট। আমি তখন ফোর ফাইভে প্রাইমারী লাইফে। আপার প্যানাসনিক সেটে দাদার গান শুনতাম।

ক্রিসমাস কিংবা ইস্টার সানডে’তে ডেকোরশনে আমি থাকতাম নিশ্চিত, চার্চের প্রার্থনা সঙ্গীত খুব ভালো লাগতো, এটা ছিল আমার শৈশবের একটা অধ্যায়। সমস্ত অকেশনে ফুর্তি থাকে। আমিও ফুর্তিতেই সামাজিকতা খুঁজেছি, এখনও পেয়ে যাচ্ছি। পূজা ঈদ আমাদের শৈশবের আনন্দের স্বাধীনতায় বিলীন ছিল।

হালকা গায়ক হবার পর সেই স্বপ্নের নায়কের সাথে মেলামেশার সুযোগ হয়েছে, তিনি এন্ড্রু’দা। বাবরা আপা কোথায় আছেন জানিনা, হয়তো উনিও জানেন না উনার স্নেহের মিঠু এখন আসিফ হয়েছে তথাকথিত।

এন্ড্রু কিশোর বাংলাদেশের অহংকার, উনার গানে কেঁদে হেসে আমাদের জন্ম হয়েছে। কোনও মানুষের সবদিন সমান কখনোই যায়না। তিনি কঠোরতা দেখিয়েছেন পেশাদারিত্বে, নইলে আমাদের প্রজন্ম আরও ধোঁকায় নিমজ্জিত হতো। দাদার শরীরটা ভালোনা, উনার জন্য দোয়া চাই। দাদা আমাকে সম্বোধন করেন বাবু নামে।

দাদার কোনও অভাব নাই, একটু শ্রদ্ধা ভালোবাসা জাতির কাছে অবশ্যই প্রাপ্য। উনি হরমোন আর কিডনি জটিলতা থেকে মুক্তি পান, এটাই চাই। আমাদের সম্রাট চিকিৎসা শেষে সুস্থ ভাবে ফিরে আসুন আমার মতো সাধারণ প্রজাদের কাছে, পরম করুণাময়ের কাছে এই পানাহ্ চাই।

আসুন এই ক্ষণজন্মা অভাগা দেশীয় সম্পদ গুণী মানুষটাকে সম্মান দিয়ে নিজেরাই সম্মানিত হই। উনার চল্লিশ বছরের শ্রমটাকে কান্না হাসিতেই সম্মান জানাই, একটু ভাবুন। ভাবলেই পেছনের দৃষ্টিকোণ সরাসরি আপনার মুখোমুখি হবে। আর এন্ড্রু’দা আপনি এসব এদিক সেদিক কষ্ট নিয়ে আপনার এবং আমাদের বেঁচে থাকার ইচ্ছেটাকে হাওয়ায় ভাসিয়ে দেবেন না প্লীজ। আমরা আমাদের সম্রাটকে অনেক ভালোবাসি। এন্ড্রু কিশোর কখনোই দুস্থ নন, তিনি বাংলা গানের রাজাধিরাজ।

(এন্ড্রু কিশোরকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন সঙ্গীত তারকা আসিফ আকবর)

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির আশায় জেলায় জেলায় ইসতিসকার নামাজ
তীব্র গরম থেকে বাঁচার দোয়া
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
X
Fresh