• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আমি ছোট, ছোটই থাকব: রানু মণ্ডল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫
লতা মঙ্গেশকর রানু মণ্ডল হিমেশ রেশমিয়া মন্তব্য
রানু মণ্ডল

লতা মঙ্গেশকরের গান ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে রাতারাতি বিখ্যাত হয়েছেন ভারতের রানাঘাটের রানু মণ্ডল। আর বিষয়টি জেনে লতা রানু সম্পর্কে বলেছিলেন, কেউ যদি আমার নাম ও কাজের দ্বারা উপকৃত হন তবে আমি নিজেকে ভাগ্যবান বোধ করব, তবে আমি মনে করি সাফল্যের জন্য কাউকে নকল করা কোনও নির্ভরযোগ্য ও টেকসই পথ হতে পারে না।

এবার লতার কথার প্রেক্ষিতে মতামত দিয়েছেন রানু মণ্ডল। তিনি বলেন, সবসময় লতা মঙ্গেশকরকে অগ্রজ মনে করে তাকে অনুসরণ করব। বয়সের দিক থেকে আমি সবসময় লতাজির চেয়ে ছোট এবং সবসময় তার থেকে ছোটই থাকব। আমি ছোটবেলা থেকেই লতাজির কণ্ঠকে ভালোবাসি। ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন রানু।

এ ছাড়া গায়ক ও সুরকার হিমেশ রেশমিয়া লতার কথার প্রেক্ষিতে বলেন, আমি মনে করি না যে কেউ লতাজির মতো কিংবদন্তি হয়ে উঠতে পারবেন। কারণ তিনি সেরা। রানু নিজের সুন্দর যাত্রা শুরু করেছেন ও আমার মনে হয় যে সাধারণ মানুষ লতাজির বক্তব্যকে বুঝতে ভুল করেছে।


আরো পড়ুন:

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে হিল্লোলের মন্তব্য 
নগ্ন পুরুষদের নিয়ে বিদ্যা বালানের মন্তব্য
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
অমিতাভ বচ্চনের মুকুটে নতুন পালক
X
Fresh