• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জহির রায়হানের ছেলে বিপুল রায়হান হাসপাতালে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০২
বিপুল রায়হান হাসপাতালে

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের বড় ছেলে বিপুল রায়হান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

বিপুল রায়হান পেশায় নাট্যকার ও নির্মাতা। শনিবার ভোরের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

ক্যারিয়ারে ৫০টিরও বেশি নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন বিপুল রায়হান। এছাড়া ‘দেয়াল’ ও ‘জাগে আমার প্রাণ’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বিপুল রায়হান। এর আগে ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেসময় সুস্থ হয়ে ভালো ছিলেন অনেক দিন। আবারও অসুস্থ হয়ে পড়লেন তিনি।

বিপুল রায়হানের মেয়ে ভাষা রায়হান ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘বাবার অবস্থা সংকটাপন্ন এ মুহূর্তে। চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে রাখা হয়েছে বাবাকে।’

---------------------------------------------------
আরো পড়ুন: গণেশ দর্শনে গিয়ে জুতা হারিয়ে হতাশ বলিউড নায়িকা
---------------------------------------------------

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh