• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নেটফ্লিক্স বন্ধের দাবি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৭
স্যাকরেড গেমস

‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজটি প্রকাশের পর অভিযোগ ওঠে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করা হয়েছে। এ নিয়ে ওয়েব সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান নেটফ্লিক্স ও ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মামলা হয়।

এবার অভিযোগ ওঠেছে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের। তাইতো স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স বন্ধের দাবি তুলেছেন হিন্দু জনজাগ্রুতু সমিতি নামে একটি সংগঠন।

হিন্দু জনজাগ্রুতু সমিতির মুখপাত্র সতীশ বলেন, নেটফ্লিক্সে হিন্দু ধর্মকে হিংসাত্মক ও ভারতীয় সংস্কৃতিকে অশ্লীলভাবে তুলে ধরছে। বিষয়টির আড়ালে একটা গভীর চক্রান্ত আছে। বিষয়টি আমার ও আমার মতো অনেক হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এদিকে নেটফ্লিক্সকে ব্যান করার দাবি জানিয়ে মুম্বাইয়ের পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকেও অভিযোগ জানিয়েছে এই কট্টরপন্থী হিন্দু সংগঠনটি।

গতকাল শুক্রবার পানাজিতে পুলিশের সাইবার ক্রাইম সেলে নেটফ্লিক্সের বিরুদ্ধে হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করা হয়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ‘পুলসিরাত’ নিয়ে মঞ্চে আসছে প্রাচ্যনাট
---------------------------------------------------------------

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh