logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯, ৪ অগ্রহায়ণ ১৪২৬

‘রবিবার’ এক করল প্রজেনজিৎ-জয়াকে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৩ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২১
রবিবার
অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’সিনেমায় জুটি বাঁধছেন প্রজেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। প্রথমবারের মতো কোনও সিনেমায় জুটিবদ্ধ হয়ে দেখা যাবে তাদের।

১০ সেপ্টেম্বর কলকাতায় আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলন প্রসেনজিৎ, জয়া আহসান ও ছবির পরিচালক অতনু ঘোষ।

অতনু ঘোষ বলেন, দুই বাংলার দুই তারকাকে নিয়ে ‘রবিবার’ নির্মাণ করতে যাচ্ছি। এই ইচ্ছাটা আমার অনেকদিনের ছিল। বিশেষ করে জয়া আহসানকে নিয়ে যখন ‘বিনিসুতোয়’ সিনেমার শুটিং করছিলাম তখন এই ইচ্ছাটা আরও মাথাচাড়া দিয়ে ওঠে।

জয়া জানালেন, ‘রবিবার’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। কারণ প্রথমবারের মতো বুম্বা দার (প্রসেনজিৎ) সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।

এই পরিচালক প্রসেনজিৎকে নিয়ে ‘ময়ুরাক্ষী’সিনেমা নির্মাণ করেছিলেন ২০১৭ সালে। সিনেমাটি জাতীয় পুরস্কারও অর্জন করে। সেটিও বাবা–ছেলের সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ‘রবিবার’র প্রথম ধাপের শুটিং শুরু হবে।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়