• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ববিতা-চম্পার নামে ফেসবুকে ভুয়া আইডি, চাঁদাবাজির চেষ্টা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৪

কিংবদন্তি অভিনেত্রী ববিতার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে তার চাঁদাবাজির চেষ্টা করছে কে বা কারা। একই অভিযোগ জানিয়েছেন নায়িকার ছোট বোন চম্পাও একি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে বিব্রত ও আতঙ্কিত তারা।

রোববার গণমাধ্যমে এ তথ্য জানান ববিতা ও চম্পা। ববিতা বলেন, আমি ফেসবুক ব্যবহার করি না। তবে কোনও অনুষ্ঠানে গেলে আমাকে শুনতে হয় আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড।

তিনি বলেন, ঘরের দুর্লভ স্থিরচিত্রও নাকি ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেয়া হয়। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মেসেঞ্জারে অনেকের কাছে নাকি টাকা চেয়েছি। খুবই চিন্তার বিষয়। তাই কঠোর আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন তারা। ববিতা বলেন, ফেসবুক আইডি আমার ভেবে বিশ্বাস করে প্রতারিত হবেন না। আমি ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের বিভ্রান্তিকর খবরে মোটেও কান দেবেন না।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : সেই জায়রার খোলামেলা পোশাক নিয়ে তুমুল বিতর্ক
---------------------------------------------------------------------

সম্প্রতি তারকাদের আইডি হ্যাকড করে এক শ্রেণির প্রতারক অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছেন। এবার আইডি হ্যাকড নয় সরাসরি আইডি খুলেই প্রতারণার চেষ্টা চালাচ্ছেন তারা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল চিকিৎসায় উনিশেই পরপারে আমিরের ‘দঙ্গল’ কন্যা
মৃত মায়ের স্বপ্ন পূরণে চোখ মুছতে মুছতে পরীক্ষা দেন ববিতা
X
Fresh