logo
  • ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৭

‘সাপলুডু’র আড্ডায় জাহিদ হাসান-কনা-ইমরান

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৫
আসছে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সাপলুডু’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া একঝাঁক তারকাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে হাজির হতে দেখা যাবে।

ছবির প্রচারণায় গেল কয়েক মাস ধরেই কাজ করে যাচ্ছে অভিনয় শিল্পীরা। এবার ফেসবুক লাইভে আসছেন ছবির অন্যতম অভিনেতা জাহিদ হাসান। তার সঙ্গে থাকবেন ছবির দুই গায়ক-গায়িকা ইমরান ও কনা। তারা তিনজন ছবিটির পেছনের গল্প নিয়ে আড্ডা দেবেন। ছবির গান নিয়ে কথা বলবেন ইমরান-কনা।   

আজ শনিবার রাত ৯ টায় ‘সাপলুডু’ ফেসবুক পেজ ও আরটিভির ফ্যান পেজ থেকে  লাইভে আসবেন তারা। ছবিটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে। ‘সাপলুডু’ ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়