logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

গোল্ডেন গ্লোব পুরস্কার গেলো যাদের ঘরে

চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য প্রতিবছরের মতো এবারো দেয়া হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব।

রোববার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৪তম আসর।

এবারের আসরে কমেডি বা মিউজিক্যাল ক্যাটাগরির পাশাপাশি ৭টি ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতে রেকর্ড গড়েছে রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘লা লা ল্যান্ড’।

ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘মুনলাইট’। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্যাসি আফলেক। আর ‘এলি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিজের করে নিয়েছেন ইসাবেল হুপার্ট।

অন্যদিকে, কমেডি বা মিউজিক্যাল ক্যাটাগরিতে লা লা ল্যান্ড ছবিতে অভিনয়ের জন্য রায়ান গোসলিং সেরা অভিনেতা এবং এমা স্টোন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিনেতা জিমি ফ্যালন। এতে আজীবন সম্মাননা দেয়া হয় মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপকে।

ডিএইচ

RTV Drama
RTVPLUS