• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মুসলিম হয়েও গণেশ পূজা করায় বিতর্কে সারা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৫

সারা আলী খান তার ব্যবহার ও মানুষের জন্য কাজের জন্য বরাবরই প্রশংসিত। হালের বলিউডের এই আলোচিত মুখ এবার বিতর্কের মুখে পড়েছেন। একজন মুসলিম হয়েও কেন গণেশ পূজা করলেন এ নিয়ে ট্রোলের শিকার হলেন সারা।

সাইফ আলী খানের মেয়ে সারা। গণেশ চতুর্থীর দিন মন্দিরে মা অমৃতা সিংয়ের সঙ্গে পূজা দিতে গিয়েছিলেন সারাও। সেখানকার ছবি পোস্টকে ঘিরেই ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে পূজাতে ব্যস্ত সারা।

ক্যাপশনে সারা লিখেছিলেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া! আশা করি গণেশজি সব বাধা দূর করে হাসি ফোটাবেন।

সমালোচকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘একজন মুসলিম হয়ে কীভাবে গণেশ পূজা করলেন সারা?’ অনেকেই আবার সারার উদ্দেশে লিখেছেন, ‘আপনার লজ্জা করে না? মহরমের মাসে কি করছেন। আপনি কি মুসলিম নন?’ তবে বিতর্ক নিয়ে কোনোরকম মন্তব্য করেননি সারা।

বলিউডে সারা অভিনীত ‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’ ছবি দুটো মুক্তি পেয়েছে। এদিকে ইমতিয়াজ আলীর নতুন সিনেমা ‘লাভ আজকাল ২’তে কাজ করছেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা মুসলিম, মা হিন্দু— যে ধর্ম অনুসরণ করেন সারা
X
Fresh