• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় আন্দোলনের মুখে ‘রাণী রাসমণি’ সিরিয়ালের শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৮
রাণী রাসমণি

কলকাতার বেশ কয়েকটি সিরিয়ালের শিল্পী ও টেকনিশিয়ানরা পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ করে আসছিলেন। কয়েক দফায় শুটিং বন্ধও করে দেয় তারা। এবার শুটিং বন্ধ করে দিলো জনপ্রিয় ধারাবাহিক ‘রাণী রাসমণি’র টেকনিশিয়ানরা।

ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার সকাল থেকেই এই ধারাবাহিকের শুটিং ফ্লোরে ক্যামেরা ঢুকতে দেননি ক্যামেরা পার্সন ও টেকনিশিয়ানরা। ফলে এদিন ধারাবাহিকের কোনও অংশেরই শুটিং হয়নি।

খবরে বলা হয়, সুব্রত রায়ের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছুদিন আগেই ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের টেকনিশিয়ানদের একটি চেক দেয়া হয়। কিন্তু চেকটি বাউন্স করে। আর সেকারণেই ক্ষুব্ধ ক্যামেরা পার্সন ও টেকনিশিয়ানরা এদিন সকালে শুটিং বন্ধ করে দেন।

বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বা ধারাবাহিকের কলাকুশলীরা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। নতুন শুটিং না হওয়ায় আপাতত ফ্ল্যাশ ব্যাক ও পুরোনো অংশ মিলিয়ে মিশিয়েই ধারাবাহিকের প্রদর্শন হবে। ঠিক কবে থেকে এই ধারাবাহিকের শুটিং শুরু হবে এবিষয়ে কিছুই জানা যায়নি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh