logo
  • ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

হৃতিক ও দীপিকাকে নিয়ে বলিউডে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৩ আগস্ট ২০১৯, ১৮:২২ | আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৩০
হৃতিক রোশান দীপিকা পাড়ুকোন
হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন
বলিউডে এখন নতুন গুঞ্জন। পরিচালক নীতিশ তিওয়ারি নাকি তৈরি করতে চলেছেন রামায়ণ।

এই রামায়ণ তৈরির বাজেট ৫০০ কোটি রুপি। তবে আলোচনা রামায়ণ নিয়ে নয়, কে রাম-সীতা হচ্ছেন তাই নিয়েই চলছে গুঞ্জন।

শোনা যাচ্ছে, নীতিশের এই রামায়ণে নাকি রামের চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান ও অন্যদিকে সীতা হচ্ছেন দীপিকা পাড়ুকোন।

গত মাসে এই চলচ্চিত্রের পরিচালক নীতেশ তিওয়ারি ভারতীয় গণমাধ্যমকে বলেছিলেন, আমি এখনও চলচ্চিত্রের কুশীলবদের সম্পর্কে ভাবতে শুরু করিনি। কাগজপত্র, আমাদের কাজের ধরণ, ও আমাদের প্রক্রিয়া নিয়ে ভাবার চেষ্টা করছি। দেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত অভিনেতাদের নিয়ে এই সিনেমার কাজ শুরু হবে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিশ্চিন্তে বলছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন হবেন এর মূল অভিনয়শিল্পী। এর আগে কখনও একসঙ্গে কোনও সিনেমায় কাজ করেননি দুই তারকা। তবে বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিন হৃতিক রোশানকে বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ দাবি করার পর অভিনেতা অন্যান্যদের থেকে অনেকটা এগয়ে আছেন।

জানা গেছে, ৫০০ কোটি রুপি বাজেটের এই ছবিটির শুটিং হবে ৩ডি মাধ্যমে। একাধিক ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি। এখনও পর্যন্ত হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে বলে খবর জানা যায়। বর্তমানে সিনেমার ভিত্তি স্তরে প্রাক-প্রযোজনার কাজ চলছে। আগামী বছরে চিত্রগ্রহণ শুরু হবে বলে জানান নির্মাতারা।

জিএ

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়