• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌমিত্র

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ আগস্ট ২০১৯, ১৬:৫১
সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতার বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরেছেন। বুধবার প্রবীণ এই অভিনেতা বাড়ি ফিরেছেন। তার শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তিতে টালিউড।

এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আপাতত সংকটমুক্ত অভিনেতা। ডা. ডি পি সমাদ্দার বলেন, ‘যে অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে আনা হয়েছিল তখন তার শারীরিক পরিস্থিতি সংকটজনক ছিল। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুসের সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। কোনও ঝুঁকি না নিয়ে ভেন্টিলেটারে পাঠানো হয় তাকে।

গেল ১৪ আগস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৪ বছর। শ্বাসকষ্টের পাশাপাশি বার্ধক্যজনিত রোগও রয়েছে তার। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান সৌমিত্র।

এরপর একে একে ১৪টি সিনেমায় অভিনয় করেন সত্যজিৎ রায় এর পরিচালনায়। অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে যান অন্যরকম উচ্চতায়। সেই থেকে এখন পর্যন্ত তিনি অভিনয় চালিয়ে যাচ্ছেন বিরতি ছাড়াই।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh