logo
  • ঢাকা শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪ ফাল্গুন ১৪২৭

ঝড় তুলেছে প্রভাসের ‘ব্যাড বয়’

প্রভাস ‘ব্যাড বয়’
প্রভাস

প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত বড় বাজেটের ছবি ‘সাহো’ ঘিরে যেন উত্তেজনা শেষ হচ্ছে না। একের পর এক চমক দেখা যাচ্ছে। সাইকো সাঁইয়া ও এন্নি সোনি গানের পর মুক্তি পেল ছবির তৃতীয় গান ‘ব্যাড বয়’।গতকাল ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। ইতোমধ্যে ইউটিউবে গানটি দেখেছেন ১ কোটি ৩১ হাজারের বেশি দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে গানটি বেশ ছড়িয়েছে।

১০ আগস্ট মুক্তি পেয়েছে এই ছবির ২ মিনিটের ট্রেলার। আন্ডারকভার এজেন্টের ভূমিকায় টানটান অ্যাকশন সিকোয়েন্সে দর্শকের মন ইতোমধ্যে জয় করেছেন প্রভাস।

আগেই শোনা গিয়েছিল সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্য শুট করতেই খরচ হয়েছে ৭০ কোটি রুপি। ‘সাহো’তে অভিনয়ের জন্যে পাহাড়সমান পারিশ্রমিক দাবি করেছেন প্রভাস। প্রি-রিলিজ ব্যবসার লাভের ৫০ শতাংশও নেবেন বাহুবলি খ্যাত এই অভিনেতা। শ্রদ্ধা কাপুর এই ছবির জন্যে পারিশ্রমিক পাচ্ছেন ৭ কোটি রুপি।

-----------------------------------------------------------------

আরো পড়ুন: সাহো’র ট্রেলারে প্রভাস-শ্রদ্ধা কেমন?

-----------------------------------------------------------------

অ্যাকশনে ভরপুর সুজিত পরিচালিত এই ছবি তিনটি ভাষায় মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে দর্শকরা আগামী ৩০ আগস্ট ভারতীয় প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগ করতে পারবেন।

জিএ

RTV Drama
RTVPLUS