logo
  • ঢাকা সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০, ৪ ফাল্গুন ১৪২৬

মা হচ্ছেন দীপিকা?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ আগস্ট ২০১৯, ১৯:২২ | আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:৩৫
দীপিকা পাড়ুকোন মা হচ্ছেন
দীপিকা পাড়ুকোন
গেল বছরের নভেম্বর ইতালিতে বিয়ে করছেন দীপিকা। দীর্ঘ ছয় বছর প্রেমের পর প্রেমিক রণবীর সিংকে বিয়ে করেছেন তিনি। কদিন আগে দাম্পত্য জীবনের নয় মাস পূর্ণ করলেন এই দম্পতি। এরইমধ্যে খবর শোনা যাচ্ছে মা হতে চলেছেন দীপিকা।

আর এই খবরটি অভিনেত্রী নিজেই উস্কে দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীর সিং একটি ভিডিও পোস্ট করেন। আর সেই ভিডিও পোস্ট নিয়েই শুরু হয় যত জল্পনা-কল্পনা। ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন দীপিকা। আর এই কমেন্ট নিয়েই চলছে আলোচনা।

দীপিকা রণবীরকে লেখেন, ‘ড্যাডি’। এরপর একটা বাচ্চার স্মাইলি দেন ও লাভ সাইন যুক্ত করেন।

এরপর আবার অর্জুন কাপুর একই পোস্টের নিচে লিখেছেন, ভাবি কেয়া গিফট দেনে বালি হ্যায়? ঘটনা মূলত এখান থেকেই জল্পনা-কল্পনায় রূপ নিয়েছে। 

তবে দীপিকা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। আগেও এরকম আলোচনা হয়েছিল। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে সন্তান সম্ভবা হওয়ার খবর গণমাধ্যমে আসে। সে সময়ও চুপ ছিলেন অভিনেত্রী।


আরো পড়ুন:

জিএ 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়