• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কিংবদন্তী আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৯, ০৮:৩৯
কিংবদন্তী আইয়ুব বাচ্চুর জন্মদিন
আইয়ুব বাচ্চু। ছবি- সংগৃহীত

গেল বছরের ১৮ অক্টোবর ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে গেছেন কিংবদন্তী আইয়ুব বাচ্চু। এখনও এক বছর হয়নি। শোক কাটিয়ে উঠতে পারেনি ভক্তরা। প্রিয় মানুষের জন্য এখনও হাহাকার জাগে মঞ্চে ও মনে।

আজ গীটার লিজেন্ড ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন। ১৯৬২ সালে আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

সঙ্গীতের আঙিনায় আইয়ূব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে জনপ্রিয়।

মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। আইয়ূব বাচ্চুর কণ্ঠ দেয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’।

আইয়ূব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। আইয়ূব বাচ্চুর সফলতার শুরু দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে। তিনি বেশ কিছু বাংলা ছবিতে প্লে-ব্যাকও করেছেন।

এছাড়া অসংখ্য অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন আইয়ূব বাচ্চু। এর মধ্যে ময়না, কষ্ট, প্রেম তুমি কষ্ট, দুটি মন, সময়, একা, পথের গান, ভাটির টানে মাটির গানে, জীবন, সাউন্ড অব, সাইলেন্স, রিমঝিম বৃষ্টি অ্যালবামগুলো উল্লেখযোগ্য।

আইয়ূব বাচ্চুর গাওয়া জনপ্রিয় কিছু গান সেই তুমি কেন অচেনা হলে, রূপালি গিটার, রাত জাগা পাখি হয়ে, কষ্ট পেতে ভালবাসি, মাধবী, ফেরারি মন, এখন অনেক রাত, ঘুমন্ত শহরে, বার মাস, হাসতে দেখ, এক আকাশের তারা, উড়াল দেব আকাশে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহির ছেলের জন্মদিনে যে বার্তা দিলেন পরীমণি
জন্মদিনে নিজের চাওয়া নিয়ে যা বললেন সাকিব
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার মাহফিলে সংঘর্ষ, আহত ৪
X
Fresh