• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এফডিসিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৯, ১৩:৪৬

সারাদেশের মতো এফডিসি প্রাঙ্গণেও শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে ‘জাতীয় শোক দিবস’। দিবসটি উপলক্ষ্যে এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

প্রশাসন থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা সংগঠন বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিনটিকে পালন করছে বিএফডিসি কর্তৃপক্ষ, প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ সকল সংগঠন।

আজ বৃহস্প্রতিবার সকাল ১১টায় এফডিসির জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এফডিসি কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। আরও উপস্থিত ছিলেন এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষণ চন্দ্র দেবনাথ, কারিগরি ও প্রকাশকের পরিচালক মো. আইয়ুব আলী, অতিরিক্ত পরিচালক অর্থ শহিদুল ইসলাম, উৎপাদন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল হক এবং এফডিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক সামসুল আলমসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh