logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

ঈদের দ্বিতীয় দিনে যা থাকছে আরটিভির পর্দায়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ আগস্ট ২০১৯, ১৮:৩৭ | আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৮:৪৫
ঈদের দ্বিতীয় দিন দর্শকের জন্য বিনোদনের নানা পসরা সাজিয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। নিচে দেখে নিন অনুষ্ঠানগুলোর সময়সূচি।

সকাল ১০টা ৫ মিনিটে সিসিমপুর (সরাসরি)। সকাল ১০টা ৪০ মিনিটে বাংলা ছায়াছবি ‘রাজা ৪২০’। পরিচালনায় উত্তম আকাশ। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। রচনা পলাশ মাহবুব। পরিচালনায়  সাজ্জাদ সুমন। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, শফিক খান দিলু, হিমে হাফিজ, সিদ্দিক মাস্টার প্রমুখ।

দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘এক টাকার দেনমোহর’। পরিচালনা সোহানুর রহমান সোহান। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

বিকেল ৫টা ৪৫ মিনিটে একক নাটক ‘লাইফ মেট’। রচনা ও পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আনমাইন্ডফুল’। রচনা আশরাফুল চনচল। পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, শখ, হান্নান শেলী, শামীম জামান, শিল্পী সরকার অপু, কাজল সুবর্ণা প্রমুখ।

রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘আশ্রয়’। গল্প আকবর হায়দার মুন্না। কাহিনী সেতু আরিফ। চিত্রনাট্য ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে মোশাররফ করিম, তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হেভিওয়েট মিজান’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, আরফান আহমেদ, শাহনাজ খুশি, আহসান হাবীব নাসিম, সাজু খাদেম, নাবিলা ইসলাম, মাসুদ হারুন প্রমুখ।

রাত ১০টা একক নাটক ‘ঢাকাইয়া আশিক’। রচনা ও পরিচালনা মোহাম্মদ মিফতাহ আনান, অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

রাত ১১টা ৫ মিনিটে বউ কাহিনি অরিজিনাল সিরিজ-এর একক নাটক ‘রোবটের নাম জাকির খান’। রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে জাহিদ হাসান, সোহানা সাবা প্রমুখ।

রাত ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘আয়নার গল্প’। রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আবুল হায়াত, আব্দুন নূর সজল প্রমুখ।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়