logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

সাহো’র ট্রেলারে প্রভাস-শ্রদ্ধা কেমন? (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ আগস্ট ২০১৯, ১৫:০৯ | আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৫:১৪
দক্ষিণী সুপারস্টার প্রভাস ও ‘আশিকি ২’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি ‘সাহো’। আসছে ৩০ আগস্ট হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ভাষায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

bestelectronics
সুপারহিরো ছবির মতো শট, অ্যাকশন সিকোয়েন্স, টান, টান উত্তেজনা, ভিএফএক্সের কারিকুরি সঙ্গে রোমান্টিক সিন কী নেই ছবিতে?

ছবির ট্রেলারে সব থেকে বেশি নজর কাড়ছে অ্যাকশন সিকোয়েন্স। ট্রেলারেই স্পষ্ট ছবিতে প্রভাস ও শ্রদ্ধাতে দুজনকেই দুর্দান্ত সব  অ্যাকশন দৃশ্যে দেখা যাবে।

ট্রেলারে দেখা যাচ্ছে, এক বড় ডাকাত গ্যাঙের সদস্য প্রভাস। আর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের এসিপি অমৃতা নাইয়ারের ভূমিকায় শ্রদ্ধা কাপুর। আরও দেখা মেলে নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদী, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে ও অরুণ বিজয়, মহেশ মাঞ্জারেকরের। তবে সব থেকে বেশি নজর কাড়ছে প্রভাস-শ্রদ্ধার অ্যাকশন ও রোম্যান্টিক দৃশ্যগুলো।

ভক্তদের আশা ‘বাহুবলি’ তারকা প্রভাস ‘সাহো’র মাধ্যমে আবারও বক্স অফিস মাতাবেন।

এম

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়