• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ঈদে আরটিভি দেখাবে সাতটি টেলিফিল্ম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ আগস্ট ২০১৯, ১৭:৫৯

এবারের ঈদ আয়োজনে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ৭টি টেলিফিল্ম প্রচার করবে। ঈদের দিন থেকে রাত ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্মগুলো দেখানো হবে।

ঈদের দিন রাত ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘কোনও এক বিকেলে হলুদ শাড়ি’রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে ‘আয়নার গল্প’রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আবুল হায়াত, আব্দুন নূর সজল প্রমুখ।

ঈদের তৃতীয় দিন ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘শঙ্খিনী’ রচনা মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে সালাহ্উদ্দিন লাভলু, রিচি সোলায়মান প্রমুখ।

ঈদের চতুর্থ দিন ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘এটাই ভালোবাসা’। রচনা ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

ঈদের পঞ্চম দিন ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘টাইমলাইন’। রচনা ও পরিচালনা গৌতম কৈরী। অভিনয়ে মিথিলা, মনোজ কুমার প্রমুখ।

ঈদের ষষ্ট দিন ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘পান্নু ও তার নাটকের দল’। রচনায় রওনক রিপন। পরিচালনা গোলাম মুক্তাদির। অভিনয়ে তৌকির আহমেদ, জাকিয়া বারী মম প্রমুখ।

ঈদের সপ্তম দিন ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘থাক মেঘ হয়ে’। পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে সুজানা, ইরফান সাজ্জাদ প্রমুখ।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh