• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘অনেকে বলতে পারে না কিন্তু আমি বলি’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৯, ১৬:২৭
ওমর সানি

চলচ্চিত্র শিল্পী সমিতির যারা মুরুব্বি শিল্পীরা আছেন আপনারা এগিয়ে আসুন। আমরা চাই না শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বাজে পরিস্থিতির ঘটনা ঘটুক এফডিসিতে। এর আগে তফসিল এবং নির্বাচন ঘোষণা করুন। কোনও নাম গন্ধই নাই আপনাদের নির্বাচন দেবার। বিশেষভাবে অনুরোধ করছি সব শিল্পীদের দাবি। অনেকে বলতে পারে না কিন্তু আমি বলি। সবাইকে সম্মান জানিয়ে কথা বলছি। বিশেষ আলমগীর, ফারুক, উজ্জল, মাহমুদ কলি, আহমদ শরীফ, প্রবীর মিত্র, আনোয়ারা, কবরী, ববিতা, শাবানা, রোজিনা, নূতন, অঞ্জনা, দিলারা, সুজাতা, ইলিয়াস কাঞ্চন, হাসান ইমাম, সোহেল রানা, রুবেল, বাপ্পারাজ, আলীরাজ, চম্পা স্যার এবং ম্যাডাম। এগিয়ে আসুন। কথাগুলো নিজের ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়ক ওমর সানি।

জানা গেছে, ওমর সানি আগামী শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ২৪ মে। নির্বাচন হওয়ার কথা আগামী আগস্ট মাসে।

সমিতির গঠনতন্ত্রের নিয়ম অনুসারে কমিটির মেয়াদ শেষের ৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে। সে হিসাবে আগামী ২৪ আগস্টের মধ্যে ২০১৯-২০-এর নির্বাচন হবার কথা। সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, আগস্ট শোকের মাস। সুতরাং এই মাসে নির্বাচন না করে সেপ্টেম্বরে নির্বাচন হবে।


আরো পড়ুন:

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি কমার্শিয়াল শিল্পী, পয়সার বিনিময়ে এসব কাজ করি : ওমর সানি
X
Fresh