• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জয়ার সাধারণ জ্বর, মনে ডেঙ্গুর ডর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৯, ১৪:৩২
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জ্বর আক্রান্ত
জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জ্বরে আক্রান্ত। গত কয়েকদিন ধরে তার শরীরের তাপমাত্রা বেড়ে চলেছে। এই মুহূর্তে বাংলাদেশে চলছে ডেঙ্গুর ভয়। অভিনেত্রীকে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের সঙ্গে সঙ্গে তার শরীরে ব্যথা দেখা দিয়েছে। এখনের অবস্থা কিছুটা ভালো। অভিনেত্রীর ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে গতকাল এই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এমন খবর প্রকাশের পর জয়া আহসান দেশীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আমার সাধারণ জ্বর হয়েছে। এখনও ডেঙ্গু পরীক্ষা করিনি। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আশা করছি দ্রুত সেরে যাবে।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী। ডেঙ্গুর পরীক্ষা করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন ঢালিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। এর আগে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আলমগীর।

বিশ্বকাপ ক্রিকেটের মাঠ থেকে ঘোরাঘুরি শেষ করে দেশে ফিরেছেন অভিনেত্রী জয়া। দেশে ফিরে কলকাতার নতুন ৩ সিনেমায় চুক্তি হবার সুখবর দিয়েছেন তিনি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
গরমে বাড়ছে জ্বর-ডায়রিয়া, অসুস্থদের অধিকাংশই শিশু
X
Fresh