• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘রূপনগরের রাজকন্যা রিটার্ন’ গানের পোস্টার উন্মোচন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ আগস্ট ২০১৯, ১৫:৫৬

১৯৬১ সালের ৪ আগস্ট মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র ‘হারানো দিন’র গান রূপ নগরের রাজকন্যা শোনেননি কিংবা দেখেননি এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর।

গানটির অনুপ্রেরণায় এবার নতুন করে নির্মিত হয়েছে ‘রূপনগরের রাজকন্যা রিটার্ন’ শিরোনামের গান।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির কার্যালয়ে গানের পোস্টার উন্মুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ সাবাব আলী আরজু,। উপস্থিত ছিলেন গানটির ভিডিও নির্মাতা সৈকত নাসির ও সহশিল্পী সাইফ চন্দন।

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, রূপনগরের রাজকন্যা গানটি শুনতে একই মনে হলেও গানের কথায় আছে বেশ পরিবর্তন আছে। গানটির নির্মাতা রুবায়াত প্রবাসে থেকেও আমাদের দেশের গানের জন্য কাজ করছেন। আমাদের দেশের শিল্পীরাও এগিয়ে যাচ্ছেন। ‘রূপনগরের রাজকন্যা রিটার্ন’ গানটির কাজ বেশ ভালো হয়েছে। আপনাদের ভালো লাগবে। আজ থেকে আপনারা গানের লিরিক্যাল ভিডিওটি উপভোগ করতে পারবেন। ঈদে আরটিভি ও আরটিভি মিউজিকের মাধ্যমে বের হবে গানের মূল ভিডিওচিত্র।

নতুন এই গানটি গেয়েছেন রুবায়াত জাহান, লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, সঙ্গীতায়জন ও এডিশনাল কম্পোজিশনে ছিলেন রাজা কাশাপ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এছাড়া সহশিল্পী ছিলেন সাইফ চন্দন।

অন্যদিকে ‘হারানো দিন’ সিনেমায় গান রূপনগরের রাজকন্যার গীতিকার ছিলেন কবি আজিজুর রহমান, সুরকার ছিলেন রবিন ঘোষ, গেয়েছিলেন ফেরদৌসি রহমান। এছাড়া সিনেমার গানে ঠোঁট মিলিয়েছিলেন কিংবদন্তী অভিনেত্রী শবনম।

জিএ/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh