logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

কেমন আছেন শাবনূর?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ আগস্ট ২০১৯, ১৩:১৫ | আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৪:০৮
দেশীয় ছবির নায়িকাদের মধ্যে শাবনূর একটি অধ্যায়ের নাম। শাবনূরের তুলনা তিনি নিজেই। হালের নায়িকারা তাকে আইডল মানেন। সারল্যময় অভিনয় দিয়ে এই মেধাবী চিত্রনায়িকা কোটি দর্শকের হৃদয় জয় করেন। অভিনয়, নাচ সবদিক দিয়েই মুগ্ধতা ছড়িয়েছেন শাবনূর।  

বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নায়িকা। সেখানকার নাগরিকত্বও পেয়েছেন। একমাত্র ছেলে আইজান ও পরিবার নিয়ে বেশ ভালো সময় কাটছে শাবনূরের।

মূলত অস্ট্রেলিয়ায় একমাত্র ছেলে আইজানকে স্কুল থেকে আনা-নেয়া, খাওয়ানো এসব নিয়েই নায়িকার ব্যস্ততা। এছাড়া নাচের ক্লাসে ভর্তি হয়েছেন তিনি। এখানে ‘জুম্বা’ ক্লাস করছি। ‘জুম্বা’এক ধরনের বিশেষ নাচ। আসছে শীতে অর্থাৎ ডিসেম্বরে দেশে ফিরবেন। এমনটাই জানালেন শাবনূর।

শাবনূর অভিনীত ছবির মধ্যে অন্যতম তুমি আমার, সুজন সখী, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, আনন্দ অশ্রু, মন মানেনা, তুমি শুধু তুমি, ভালোবাসি তোমাকে, বিয়ের ফুল, নারীর মন, এ মন চায় যে, এ বাঁধন যাবেনা ছিঁড়ে, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, ফুল নেবে না অশ্রু নেবে, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, প্রেমের তাজমহল, স্বপ্নের বাসর, সুন্দরী বধূ, হৃদয়ের বন্ধন, স্বামী স্ত্রীর যুদ্ধ, মিলন হবে কত দিনে, ভালোবাসা কারে কয়, ও প্রিয়া তুমি কোথায়, মাটির ফুল, ফুলের মতো বউসহ এমন অসংখ্য চলচ্চিত্র।

‘দুই নয়নের আলো’ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ক্যারিয়ারের প্রথম ও একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।

আরও পড়ুন 

এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ৯৫১৯০১ ২০২৩৪২ ৪৮২৮৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়