• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গুজব-ডেঙ্গু সচেতনতায় মানববন্ধন করলেন চলচ্চিত্র শিল্পীরা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুলাই ২০১৯, ১৮:৩৩
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

চলমান গুজব ও ডেঙ্গু সচেনতায় মানববন্ধন ও র‍্যালি করলেন চলচ্চিত্র শিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালক ও বিএফডিসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠন এবং ডিএমপি পুলিশ ও তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুর ১২ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সামনের রাস্তায় এই মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, খোরশেদ আলম খসরু, শহীদুল আলম সাচ্চু, খালেদা আক্তার কল্পনা, অঞ্জনা, রোজিনা, জায়েদ খান, নিরব, কেয়া, নাসরিন, পলি, সাঞ্জু জন, জয় চৌধুরী, বিপাশা কবির, মৌমিতা, রোমানা নীড়সহ অনেকে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গুজব, গণপিটুনিতে মানুষ হত্যা এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধে আজকের এই আয়োজন। বিবেকের তাড়নায় আমরা সাধারণ মানুষদের সচেতন করতে চাই। আসুন আমরা সবাই গুজব প্রতিরোধে পুলিশের সাহায্য নেই।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাদের হাতে সিনেমা নেই তারাই নির্বাচন করে : অনন্ত জলিল
ইলিয়াস কাঞ্চন সবচেয়ে বড় প্ল্যানবাজ লোক : জায়েদ খান
এবার নিপুণকে ফিরিয়ে দিলেন শাকিব খান
‘অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্তে বিচলিত নই’
X
Fresh