• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রযোজকদের সভাপতি খসরু, সম্পাদক শামসুল আলম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৯, ১৬:৫৩
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি

দুই দফা নির্বাচন শেষে অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি পেল নতুন কমিটি।

আজ সোমবার (২৯ জুলাই) দুপুর ১টায় এফডিসির জহির রায়হান ভিআইপি প্রোজেকশন হলে দ্বিতীয় ধাপের ভোটে বিনা প্রতিদ্বদ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক শাসমুল আলম।

এছাড়া উর্ধ্বতন সহ–সভাপতি পদে কামাল কিবরিয়া লিপু, সহ–সভাপতি পদে মো. শহীদুল আলম, সহকারি সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল ও মো. আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান সিদ্দিকী মনির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোর্শেদ খান হিমেল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইলা জাহান নদী।

প্রায় সাত বছর পর গেল ২৭ জুলাই বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রোজেকশন হলে প্রথম ধাপের নির্বাচিত ১৯ জন প্রযোজকরা আজ সোমবার দুপুরে ভোট প্রদানের মাধ্যমে নতুন কমিটির বিভিন্ন পদের প্রার্থীদের নির্বাচন করেন।
-----------------------------------------------------------------
আরো পড়ুন: চলচ্চিত্র শিল্পীরা রাজপথে নামছেন
-----------------------------------------------------------------

নির্বাচিত এই নতুন কমিটি আগামী ২০১৯-২০২১ সাল পর্যন্ত সিনেমার এই সংগঠনটিকে নেতৃত্ব দেবেন। এবারের প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণায়লয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। তার সহযোগি হিসেবে ছিলেন মো. জালাল উদ্দিন। তিনিও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh