logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

বিয়ের আগেই বাবা হলেন অর্জুন!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ জুলাই ২০১৯, ১৬:১৭
গ্যাব্রিয়েলা, অর্জুন রামপাল,
দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন অর্জুন রামপাল। এই জুটির সম্পর্কের রেশ ধরে এলো পুত্রসন্তান। ১৮ জুলাই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। 

bestelectronics
মেহের জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে অর্জুনের দুই মেয়ে—মাহিকা (১৭) ও মাইরা (১৪)। হাসপাতালে দুই মেয়েকেও দেখা গেছে। এছাড়া নবজাতককে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন গ্যাব্রিয়েলার মা-বাবা। 

২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় একটি পার্টিতে অর্জুনের সঙ্গে পরিচয় হয় গ্যাব্রিয়েলার। 

২০১৪ সালে সোনালি ক্যাবল ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের। এরপর ২০১৬ সালে উপিরি সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর।

উল্লেখ্য, ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ২০১৮ সালের ২৮ মে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান তারা। 

এম 

 

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়