• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ঋতুপর্ণার পর এবার গোয়েন্দা দপ্তরে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুলাই ২০১৯, ১৩:৫৫
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

রোজভ্যালি কাণ্ডে টালিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করা হলে শুক্রবার সকাল ১১টার দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে তিনি হাজির হন। এরই মধ্যে তার জেরা শুরু হয়েছে।

একসময় বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজভ্যালি সংস্থা। সেই সুবাদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয় সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর। পরবর্তী সময়ে রোজভ্যালির প্রযোজনায় একটি ছবিতেও অভিনয় করেন প্রসেনজিৎ। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রসেনজিৎ-এর সংস্থার সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও হয়। গোয়েন্দারা জানতে চান, রোজভ্যালির সঙ্গে ঠিক কয়টি চুক্তি হয়েছিল প্রসেনজিৎ-এর সংস্থার, কত টাকার লেনদেন হয় এবং এই লেনদেনের নেপথ্যে কোনো আর্থিক অনিয়ম হয়েছিল কিনা।

গোয়েন্দাদের সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বলে আগেই জানিয়েছেন প্রসেনজিৎ। এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টায় সল্টলেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে জেরা করা হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh