• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আজ হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুলাই ২০১৯, ১১:১৬

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের এই প্রবাদপুরুষ ছিলেন অসম্ভব জনপ্রিয় একজন লেখক। তিনি একাধারে ছিলেন সফল ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, গীতিকার, নাট্যপরিচালক ও চলচ্চিত্রনির্মাতা। জনপ্রিয়তার শীর্ষে থেকেই মাত্র ৬৩ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে এসেছিলেন ধূমকেতুর মতো। বহুমুখী প্রতিভার অধিকারী হুমায়ূন সৃষ্টির যে শাখাতে হাত দিয়েছেন, তাতেই সফল হয়েছেন। গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র- সব মাধ্যমেই নজির সৃষ্টি করেছেন।

১৯৭২ সালে ‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে হুমায়ূন আহমেদের। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোৎস্না ও জননীর গল্প’, ‘কোথাও কেউ নেই’সহ কালজয়ী সব উপন্যাস লিখেছেন। লেখালেখি শুরুর মাত্র ১০ বছরের মাথায় বাংলা একাডেমি পুরস্কার পান।

হিমু, মিছির আলীর মতো চরিত্র দিয়ে লাখো-কোটি পাঠক-ভক্ত তৈরি করেছেন এই কথার জাদুকর। ৩০০-র বেশি বই লিখেছেন তিনি।