logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

যুদ্ধে নেমেছেন ঋত্বিক-টাইগার (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৫ জুলাই ২০১৯, ২০:৪৪ | আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২০:৫৩
ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত বহুল আলোচিত ছবি ‘ওয়ার’-এর অফিসিয়াল টিজার প্রকাশ হয়েছে। টিজারটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে টাইগার লিখেছেন, ‘ঋত্বিক, তোমার মুভসে মরচে পড়েছে। আমি তোমাকে দেখাব এটা কীভাবে করে।’

bestelectronics
জবাবে ঋত্বিক লিখেছেন, ‘টাইগার, তুমি সবে শুরু করেছ, আর আমি মাস্টার। বসে দেখ।’ চলচ্চিত্রটির নামের সঙ্গে মিল রেখে দুই তারকার ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় যুদ্ধে সামিল হয়েছে। তারা নানা রকম মন্তব্য করে সরব রয়েছেন।

টিজারে দেখা যায়, বাইক নিয়ে ভয়ংকর সব স্টান্ট। বাইক খারাপ হয়ে গেলে ‘মিশন ইমপসিবল’-এর মতো মাঝ আকাশেই দু’জনের যুদ্ধে জড়িয়ে পড়ার দৃশ্যও রয়েছে এই ছবিতে। সঙ্গে রয়েছে বাণী কাপুরের শরীরী হিল্লোল।

সোশ্যাল মিডিয়াতে হৈচৈ ফেলেছে ‘ওয়ার’। সিনেমা হলে ছবিটি কতটা সাড়া ফেলে তা সময়ই বলে দেবে। চলতি বছরের ২ অক্টোবর ছবিটি মুক্তির কথা রয়েছে।

 

এম/এমকে  

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়