• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় চালু হচ্ছে সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুলাই ২০১৯, ২১:১৫

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতি বছর সিনেমা নির্মাণের সংখ্যা কমছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে দর্শকের অভিযোগ শোনা যায় সিনেমা হলের পরিবেশ নেই। ফলে দর্শক ভালো পরিবেশে ছবি দেখা থেকে বিরক্ত হচ্ছেন। এমন সময় খুলনাবাসীদের জন্য সুখবর নিয়ে এলো সিনেপ্লেক্স।

ঢাকা ও চট্টগ্রামের পর এবার খুলনার সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নির্মাণ হতে যাচ্ছে সিনেপ্লেক্স। খুলনার প্রাণকেন্দ্র নিউমার্কেট ভেঙে সেখানে বহুতল মার্কেট করা করা হচ্ছে।

মূলত সেখানেই থাকবে এই আধুনিক সিনেপ্লেক্স। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, গেল এপ্রিলে একটি প্রস্তাব পাঠানো হয় মন্ত্রণালয়ে। বলতে গেলে তারা অনুমোদনের অপেক্ষায় আছেন।

মিয়া আলাউদ্দিন বলেন, নিউমার্কেট প্রকল্পের উপপরিচালক হিসেবে আছেন মোর্তজা আল মামুন। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। ভালো পরিবেশসহ নানা সুবিধার জন্য সিনেপ্লেক্সের দর্শক এখন অনেক বেশি। এই সিনেপ্লেক্স নির্মাণের ফলে খুলনার মানুষ বিনোদনের নতুন জায়গা খুঁজে পাবেন।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
রূপসায় কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার
খুলনায় বজ্রপাতে গাভীসহ যুবকের মৃত্যু
বজ্রপাতে ৪ জেলায় প্রাণ গেলো ৬ জনের
X
Fresh