• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিল্পকলা একাডেমিতে চলছে সুনামগঞ্জের ধামাইল প্রশিক্ষণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুলাই ২০১৯, ১৩:৩৩
ধামাইল গান ও নৃত্য প্রশিক্ষণে
ধামাইল নৃত্যের দৃশ্য

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্য প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

একাডেমির ত্রিশজন সঙ্গীত ও নৃত্য শিল্পীর অংশগ্রহণে তিন দিনের এই কর্মশালা শুরু হয় শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায়। শেষ হবে আগামী ১৪ জুলাই। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ।

রাধাকৃঞ্চের কাহিনী ভিত্তিক লোকজ এই ধামাইল সংগীতের জনক রাধারমন দত্ত। প্রশিক্ষণ দিচ্ছেন সুনামগঞ্জের সংগীত প্রশিক্ষক দেবদাস চৌধুরী রঞ্জন। নৃত্য প্রশিক্ষক হিসেবে আছেন তুলিকা ঘোষ চৌধুরী এবং যন্ত্রসহযোগী অমিত বর্মণ।

ধামাইলের পরিবেশনায় রয়েছে বেশ কয়েকটি পর্ব। তিন দিনে ৫টি পর্বের প্রশিক্ষণ দেওয়া হবে। ধামাইলে পর্ব অনুযায়ী পোশাকেও রয়েছে ভিন্নতা। ধামাইল মূলত নারীরা পরিবেশন করে থাকে। এটি দক্ষিণের দিকে পরিবেষ্টিত হয়ে দলগতভাবে পরিবেশন করতে হয়।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
আতিফ আসলামের কনসার্টে গান গাওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ মাশা
ফের নাটকের গানে সানাম সুমী
আভরাল-শাম্মীর গানচিত্র ‘তুমি আমার কে’
X
Fresh