• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওপারের ছবি মুক্তি পেল এপারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৯, ১৯:২৬
টালিউডের দেব ও রুক্সিণী
দেব ও রুক্সিণী

টালিউডের দেব ও রুক্সিণী অভিনীত সিনেমা ‘কিডন্যাপ’। আজ দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ছবিটি কলকাতার সুরিন্দর ফিল্মসের কাছ থেকে আমদানি করেছে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, দেশীয় ছবি নির্মাণের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বাংলাদেশে দেবের অনেক ভক্ত থাকার কারণে ভারত থেকে এই ছবিটি আমদানি করা হয়েছে। দেশের ৫০ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে।

‘কিডন্যাপ’ ছবির পরিচালক রাজা চন্দ। গেল ঈদে ছবিটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়।

সিনেমার গল্প ‘কিডন্যাপ’ হয়ে যাওয়া মেয়েদের নিয়ে। এক মেয়ের অপহরণের কারণ ও পেছনে কোনও নারী পাচার চক্র আছে কি-না তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাহসী এক নারী সাংবাদিক নারীপাচার চক্রের খপ্পরে পড়েন। তাদের বাঁচাতে গিয়ে মাঠে নামেন একজন সাধারণ মানুষ। যিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন রহস্যভেদ করার। এভাবে এগিয়ে যায় গল্প। দেবের একাধিক হিট ছবির প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রভাসের নতুন সিনেমার স্বত্ব বিক্রি হলো যত টাকায়
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
নিয়োগ দেবে বে গ্রুপ, থাকছে না বয়সসীমা
নিয়োগ দেবে ইউএস-বাংলা, সাপ্তাহিক ছুটি ২ দিন
X
Fresh