logo
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ক্ষমা চাইতে নারাজ কঙ্গনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ জুলাই ২০১৯, ১৯:১০ | আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৯:২৩
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গেল রোববার ‘জাজমেন্টাল হায় কেয়া’-র প্রোমোশন অনুষ্ঠানে রীতিমতো এক সাংবাদিককে অপমান করেন। আর এতেই বেঁকে বসে ভারতের সাংবাদিক মহল। তারা কঙ্গনাকে বয়কট করেছেন বলে লিখিতভাবে জানিয়েছেন।

‘মণিকর্ণিকা’ নিয়ে কঙ্গনা সাংবাদিক জাস্টিন রাওকে বলেন, তুমি এত খারাপ কথা কী করে লেখো? কঙ্গনা জানান, জাস্টিনকে তিনি ‘বন্ধু’ ভাবেন। তাই প্রায় তিন ঘণ্টা নিজের ভ্যানে সাক্ষাৎকার দিয়েছিলেন। এছাড়া একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। কিন্তু জাস্টিন সেই প্রতিদান দেননি। পরবর্তীতে জাস্টিনের কোনও প্রশ্নের উত্তর দেবেন না বলে জানান অভিনেত্রী। এতে ক্ষিপ্ত হন সাংবাদিক সমাজ। তারা কঙ্গনাকে বার বার ক্ষমা চাইতে বলেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন ‘জাজমেন্টাল হায় কেয়া’র প্রযোজক একতা কাপুর। তবে কঙ্গনা নিজের অবস্থানে অনড়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তোমরা যদি আমায় বয়কট করতে চাও করতে পারো, এতে আমার কিছু হবে না।

কঙ্গনা অভিযোগ করে বলেন, অনেক সাংবাদিক আছেন যারা সবসময় আমায় উৎসাহিত করছেন। আমার এই সাফল্যের পেছনে মিডিয়ার একটা বড় হাত আছে। অন্যদিকে কিছু লোক আছে যারা সাংবাদিকতার এই পরিধি নষ্ট করছে। এর আগে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে আমি একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে প্রচার করেছিলাম, ওই সময় সাংবাদিক জাস্টিন আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করেছিলেন। পরবর্তীতে পশু হত্যার বিরুদ্ধে আমি যখন প্রচার করেছিলাম তখনও হাসি-ঠাট্টা করেছেন। সুতরাং এই বিষয়টি নিয়ে আমি ক্ষমা চাইতে পারবো না।

জিএ

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়