logo
  • ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬

ঈশানা খানের নতুন অধ্যায় শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ জুলাই ২০১৯, ১৫:৫৯
অভিনেত্রী ঈশানা খান
অভিনেত্রী ঈশানা খান। ছবি- সংগৃহীত

প্রেম অতঃপর বিয়ে। গেল বুধবার দুই বছরের প্রেমকে পরিণয়ে পরিণত করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশানা খান। প্রেমিক সারিফ চৌধুরীর সঙ্গে মালাবদল করে শুরু করলেন নতুন জীবন।

বুধবার (১০ জুলাই) আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

ঈশানা  বলেন, সারিফ চৌধুরী পেশায় নেটওয়ার্ক  ইঞ্জিনিয়ার। অস্ট্রেলিয়ার সিডনীতে থাকেন। আমাদের পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। পরিবারের সদস্যরা নিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হঠাৎ বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, আগামী ১৩ জুলাই সারিফ সিডনী যাবেন। এজন্য হঠাৎ সিদ্ধান্তে বিয়ে হয়েছে। কারণ আমিও সিডনি যাবো।

অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মাত্র বিয়ে হলো। সংসার করতে চাই। সিডনিতে থাকবো। অভিনয় করবো কি-না এখন বলতে পারছি না।

জীবনের নতুন অধ্যায়ে ভক্তদের কাছে দুয়া ও ভালোবাসা প্রত্যাশা ঈশানা।

অভিনয় জগতে অল্প দিনেই জনপ্রিয়তা পেয়েছেন ঈশানা। ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগীতায় প্রথম রানার আপ ছিলেন তিনি। এরপর কাজ শুরু করেন বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে। 

জিএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়