• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুগপূর্তি উপলক্ষে ‘শব্দবৃত্তি’র মিলনমেলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুলাই ২০১৯, ০৮:৫২
আবৃত্তি সংগঠন ‘শব্দবৃত্তি’ প্রতিষ্ঠার একযুগ

আবৃত্তি সংগঠন ‘শব্দবৃত্তি’ প্রতিষ্ঠার একযুগ পূর্তি উপলক্ষে আবৃত্তি আড্ডা ও পুনর্মিলনীর আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে রোববার অনুষ্ঠিত হয় শব্দবৃত্তির যুগপূর্তি আড্ডার বিশেষ আয়োজন।

আড্ডায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, আবৃত্তি প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত, রূপা চক্রবর্তী, গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাবেক সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী সুইট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সম্পাদক (অনুষ্ঠান) খন্দকার শাহ আলম, আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল, রফিকুল ইসলাম, ইকবাল খোরশেদ, ফয়জুল আলম পাপপু, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, মনিরুল ইসলাম, জালাল উদ্দিন হীরা, মাহফুজা আক্তার মিরা, তামান্না সারোয়ার নিপা, রুপশ্রী চক্রবর্তী, মৃন্ময় মিজান, রশিদ কামাল, মাশরুক রহমান টিটু, তারেক আলী মিলন, গণসঙ্গীতশিল্পী আরিফ রহমান, কবি ইসমত শিল্পীসহ আবৃত্তি অঙ্গনের মানুষেরা।

শব্দবৃত্তির কর্ণধার আহসানউল্লাহ তমালের সঞ্চালনায় এ আড্ডা নতুন-পুরোনো সদস্য কবি, সঙ্গীতশিল্পী ও আবৃত্তিশিল্পীদের মিলনমেলায় পরিণত হয়। কবিতা ও আবৃত্তিশিল্প বিষয়ক কথোপকথনের পাশাপাশি গান ও আবৃত্তি পরিবেশিত হয়।

ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর কথাচিত্র আবৃত্তি সংগঠনের সম্পাদক ও সম্মিলিত বাক-শিল্পাঙ্গনের সহ-সভাপতি আবৃত্তিশিল্পী অনির্বাণ চক্রবর্তী আবৃত্তি করেন। এছাড়া সঙ্গীত সংগঠন অক্টেভ এর শিল্পী শাহেদ গান পরিবেশন করেন।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ণিল আয়োজনে জাবি প্রেস ক্লাবের একযুগ পূর্তি উদযাপন
X
Fresh