logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬

শ্রদ্ধা কাপুরের সঙ্গে পাল্লা দিলেন প্রভাস

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ জুলাই ২০১৯, ০৫:০৭ | আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৭:৩২
শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রভাস

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক প্রভাস রাজু। বাহুবলী নামেই তিনি বেশ পরিচিত। জনপ্রিয় এই অভিনেতার নতুন সিনেমা ‘সাহো’। বলিউড অভিনেত্রী  শ্রদ্ধা কাপুরের সঙ্গে কাজ করছেন তিনি। এটি প্রভাস অভিনীত প্রথম হিন্দি চলচ্চিত্র ও শ্রদ্ধার প্রথম তেলুগু কাজ।

ইতোমধ্যে  ছবির প্রথম গান ‘সাইকো সাইয়া’ মুক্তি পেয়েছ। যেকোনও বড় ধরণের উৎসবে এই গানটি বেশ আমেজ আনবে। জমকালো পোশাকে দুরন্ত নেচেছেন শ্রদ্ধা কাপুর। ‘বাহুবলী' প্রভাসের নাচ দেখেও যে কেউ কোমর দোলাতে চাইবেন।

গানে শ্রদ্ধা ও প্রভাসের নাচের পরেই শেষ দৃশ্যগুলিতে চলচ্চিত্রের হাই-অক্টেন অ্যাকশন সিক্যুয়েন্সগুলো দেখানো হয়েছে। 

হিন্দিতে ছাড়াও নির্মাতারা তেলুগু, তামিল, মালয়ালাম ভাষাতেও ‘সাইকো সাইয়া’ তৈরির পরিকল্পনা করছেন।

‘সাহো’তে প্রভাস-শ্রদ্ধা দেখা যাবে অভিনেতা জ্যাকি শ্রফ, নীল নীতিন মুকেশ ও চাঙ্কি পান্ডে। সুজিতের পরিচালনায় ছবিটি এ বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে।

জিএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়