logo
  • ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

নুসরাতের রিসেপশনে আসবেন শাহরুখ!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ জুলাই ২০১৯, ১৯:৩৭
নুসরাত জাহান
আওয়াজ দিয়েই বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সদ্য সাংসদ নুসরাত জাহান। তুরস্কে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছেন নুসরাত ও নিখিল জৈন।

দেশে ফিরে সংসদে যোগ দিয়েও বেশ আলোচনায় এসেছেন নায়িকা। ৪ জুলাই কলকাতার এক পাঁচতারা হোটেলে বড় আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত হবে নুসরাত জাহান ও নিখিল জৈনের। সেখানে বলিউড বাদশা শাহরুখ খানের আসার কথা শোনা যাচ্ছে।

নায়িকার বিয়েতে টালিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে নুসরাত নাকি নিজেই শাহরুখকে ফোন করে রিসেপশনে আসার জন্য আমন্ত্রণ করেছেন।

শুধু শাহরুখ খান নয়, নুসরাতের রিসেপশনে নাকি আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের বড় নেতা-নেত্রীরাও।

২০১১ সালে ‘শত্রু’ ছবির মাধ্যমে টালিউডে অভিষেক নুসরাতের। এরপর একের পর এক  ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘অ্যাকশন’,  ‘জামাই ৪২০’, ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘লাভ এক্সপ্রেস’, ‘ওয়ান’, ‘বলো দুর্গা মাই কি’, ‘আমি যে কে তোমার’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়