logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০, ২৪ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬৫২৩ জন, এরপর স্পেনে মৃত্যু ১৩৩৪১ জন, যুক্তরাষ্ট্রে ১০৮৭১ জন, ফ্রান্সে ৮৯১১ জন, যুক্তরাজ্যে ৫৩৭৩ জন, ইরানে ৩৭৩৯ জন, চীনে ৩৩৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩৫ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ মোট আক্রান্ত ১২৩, তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কেউই সুস্থ হননি: আইইডিসিআর। ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৪ জন, মোট আক্রান্ত ৪৪২১ মোট মৃত্যু ১১৪: স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাঁদলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ জুলাই ২০১৯, ০৪:২৫ | আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৬:৩৭
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর জো জোনাস সম্প্রতি বিয়ে করেছেন। এটা তার দ্বিতীয় বিয়ে। ফ্রান্সে বেশ উৎসবমুখর পরিবেশে এই বিয়ে হয়। পাত্রী গেম অব থ্রোনসের অভিনেত্রী  সোফি টার্নার।

অনুষ্ঠানস্থলে গোলাপি রঙের শাড়ি ও মুক্তার গয়না পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে কেঁদে চোখ ভাসালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় চোখের জল সামলাতে না পেরে দুই হাতের আঙুল দিয়ে তা মুছে ফেলছেন।

তবে অন্যের বিয়ের অনুষ্ঠানে তো খুশির থাকার কথা, কিন্তু সেখানে কাঁদছে কেন প্রিয়াঙ্কা? এই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। কেউ কেউ বলছেন হয়তো নিজের বিয়ের স্মৃতি মনে পড়েছে তার। আবার কেউবা বলছেন, অভিনেত্রী সুখে নেই তাই বিয়ে দেখলেই কাঁদছেন। আর প্রিয়াঙ্কা ভক্ত অনেকেই বলছেন নারী মন বলে কথা। 

জানা যায়, জো জোনাস ও সোফি টার্নার ২০১৭ সালে ভালোভাবে সম্পর্কে জড়ায়। গত মাসে লাস ভেগাসে গির্জায় রীতি মেনে বিয়ে করছেন। তবে সময় নিয়ে আনুষ্ঠানিক বিয়ের কাজ সারবেন।

জিএ 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১২৩ ৩৩ ১২
বিশ্ব ১৩৪৬২৯৯ ২৭৬৬৩৬ ৭৪৬৭৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়