logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ২৯৭৭ জন, সুস্থ হয়েছেন ২০৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ধনীর আদুরে কন্যা মৌ খান

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০২ জুলাই ২০১৯, ১৭:১১
মৌ খান
দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির নিউ সেনসেশনাল নায়িকা মৌ খান। এবার নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘তুই আমার জান’। মৌয়ের বিপরীতে অভিনয় করবেন নতুন মুখ নাহিদ ইরফান।

ছবিটি পরিচালনা করবেন ‘প্রেম করবো তোমার সাথে’ খ্যাত নির্মাতা রকিবুল আলম রকিব।  শুটিং-এর জন্য আগামী ৬ জুলাই সিলেটে যাচ্ছেন মৌ।

এ ব্যাপারে তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘‘রোমান্টিক ও সামাজিক গল্পের ছবি ‘তুই আমার জান’। এখানে আমাকে ধনীর আদুরে কন্যার ভূমিকায় দেখবেন দর্শক। একটা পর্যায়ে ছবির নায়কের সঙ্গে সম্পর্ক। এ নিয়ে নানা সংকট তৈরি হতে থাকে। দারুণ টুইস্ট আছে গল্পে। দর্শকরা ছবিটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’’

মৌ খান আরও বলেন, ‘ছবির শুটিংয়ে আমরা পুরোটিম নিয়ে আগামী ৬ জুলাই সিলেটে যাচ্ছি। সেখানে ৭-৮ দিন প্রথম লটের শুটিং হবে। এরপর ঢাকায় ফিরে হবে ছবির মহরত। বড় আয়োজনেই ছবিটির কাজের প্রস্তুতি চলছে। আপাতত নিজেকে ছবির জন্য প্রস্তুত করছি।’  

চলতি বছর ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় মৌ খানের। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। প্রথম চলচ্চিত্রে মৌ খানের অভিনয় বেশ প্রশংসিত হয়। এই মুহূর্তে নায়িকা ‘বান্ধব’ এবং ‘বাহাদুরী’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

নতুন কাজের প্রসঙ্গে জানতে চাইলে গ্লামারাস মৌ খান বলেন, ‘মাঝে আরও নতুন দুটি ছবিতে কাজের ব্যাপারে অনেকটাই কথা বার্তা এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই ছবির শুটিং শুরু হবে। আপাতত আমার সব ভাবনা জুড়ে তুই আমার জান ছবিটি।’

এম/এমকে  

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৯৬৫১ ১৪৩৮২৪ ৩৩০৬
বিশ্ব ১৮৯৯৬৮৫৫ ১২১৮৪৮২৮ ৭১১৫৮২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়