• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আবারও নকলের কবলে শাকিব খান!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুন ২০১৯, ১৫:২৫
শাকিব খান

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান নাকি আবারও নকলের কবলে পড়তে যাচ্ছেন। গেল ঈদে তার অভিনীত ও প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি নকল বলে অভিযোগ উঠেছে। কোরিয়ান ‘দ্য টার্গেট’র সঙ্গে শাকিবের ‘পাসওয়ার্ড’ ছবির হুবহু মিল পেয়েছেন সিনেমাপ্রেমী দর্শক।

কোরিয়ান ছবির কাহিনী হলেও ‘পাসওয়ার্ড’র কাহিনীকার হিসেবে আব্দুল্লাহ জহির বাবুর নাম দেখা গেছে! যা খুব দৃষ্টি কটু। মুক্তির আগে ‘পাসওয়ার্ড’ মৌলিক ছবি মৌলিক ছবি বলে চিৎকার করলেও নকল প্রমাণের পর চুপসে যান পরিচালক মালেক আফসারি।

নকল প্রমাণে ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া আফসারি নানা হাস্যকর যুক্তি দিয়ে ছবিটি নকল নয় এটা প্রমাণের চেষ্টা করেন। পরে অবশ্য বলেন, আমি দশটা ছবি দেখে একটা বানাই। এটা নকল নয় গবেষণা। পিএইচডি করার সময়ও তো মানুষ অনেকগুলো বই থেকে তথ্য নিয়ে নিজের মতো থিসিস করেন।

এখন পর্যন্ত শাকিব খান প্রযোজিত দুইটি ছবি মুক্তি পেয়েছে। যার দুটিই নকল। তার প্রযোজিত প্রথম ছবি ‘হিরো দ্য সুপারস্টার’ দক্ষিণী ‘রেবেল’র নকল ছিল। পরিচালনা করেছিলেন বদিউল আলম খোকন। আর কাহিনীকার ছিলেন কাসেম আলী দুলাল।