• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

থ্রিডি ছবিতে জয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০১৯, ২১:৩৫
জয়া আহসান

নন্দিত কথাসাহিত্যিক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। সেখানে দানিয়েলের জবানিতে নিজেকে তিনি তুলে ধরেছেন, এমনটাই বলা হয়ে থাকে। আর নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি।

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি রূপ নিচ্ছে চলচ্চিত্রে। ছবিতে প্রেমিকা তায়েবা চরিত্রে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাবিবুর রহমান। সরকারি অনুদানের ছবিটির ২২ জুন থেকে শুটিং শুরু হয়েছে।

বাংলাদেশ বা বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি ছবি হতে যাচ্ছে ‘অলাতচক্র’। জানালেন নির্মাতা। থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে শুটিং হচ্ছে। ছবির শুটিং শেষ করেই এ ব্যাপারে বিস্তারিত জানাবেন হাবিবুর রহমান।

এ ছবিতে দানিয়েল চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবুসহ অনেকে।

মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি লেখক ‘অলাতচক্র’ উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। আর সেই গল্প থেকেই এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ছবিটি মুক্তি পরিকল্পনা করছেন পরিচালক।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়া
বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়া আহসান
ভারতে ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা
‘ফিল্মফেয়ার বাংলা’য় মনোনয়ন পেলেন বাংলাদেশের যেসব তারকা
X
Fresh