• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘নোলক’ প্রমাণ করেছে ভালো ছবির দর্শক আছে: ববি

এ এইচ মুরাদ, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০১৯, ২০:৫৬
ইয়ামিন হক ববি

ইয়ামিন হক ববি। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সম্ভাবনাময়ী নায়িকা। হাল সময়ের যে কয়েকজন নায়িকা আলোচনায়, তাদের মধ্যে অন্যতম তিনি। গেল ঈদুল ফিতরে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি মুক্তি পায়। দর্শক মহলে ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। এদিকে দেশের প্রথম সুপারহিরোইন ছবি ‘বিজলী’ খ্যাত নায়িকার ‘বেপরোয়া’ ও ‘বৃদ্ধাশ্রম’ ছবি দুটি এখন মুক্তির অপেক্ষায়। আর কলকাতার ছবি ‘রক্তমুখী নীলা’র শেষ ভাগের শুটিং শেষ করতে আগামী ৯ জুলাই কলকাতা যাচ্ছেন ববি। নোলক’র সাফল্য, কলকাতার ছবিতে কাজ এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আরটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ববি। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক এ এইচ মুরাদ।

ঈদের ছবি নোলকর সাড়া পাচ্ছেন কেমন?

ভালো গল্প, অভিনয়, লোকেশন, গান এমন অনেক ভালোর সমন্বয় ‘নোলক’ ছবি। মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ ছিল। প্রেক্ষাগৃহেও তার প্রতিফলন দেখা যায়। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানেই দর্শকের ভিড় ছিল। এখনও সাফল্যের সঙ্গে ছবিটি সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে। নোলক প্রমাণ করেছে ভালো ছবির দর্শক আছে।

আপনার অভিনীত এবং প্রযোজিত সুপারহিরোইন বিজলীপ্রশংসিত হয়। ভবিষ্যতে এ ধরনের ছবি কি আবারও করবেন?