logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৯ জুন ২০১৯, ১৫:১০ | আপডেট : ২৯ জুন ২০১৯, ১৫:৫১
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল
আমিশা প্যাটেল

হৃতিক রোশানের সঙ্গে ‘কাহো না পেয়ার হে’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তার। আর প্রথম ছবিতেই জিতেছিলেন পুরস্কার। তারপর বেশ কিছু সিনেমায় সফলতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। কখনও কখনও হয়েছেন সমালোচিত। অনেকের মন চুরি করেছেন।

এবার আমিশার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগটি এনেছেন প্রযোজক অজয় সিং।

পুলিশের কাছে লিখিত অভিযোগে অজয় জানান, ভারতের রাচিতে আমিশা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে অভিনেত্রী তার প্রোডাকশন হাউসের জন্য আড়াই কোটি টাকা ধার নেন। এই টাকা ফেরত দেবার সময় উপযুক্ত সুদ দেবেন বলে জানান তিনি। এছাড়া ব্যবসার লভ্যাংশ থেকে ভাগ দিতে চেয়েছিলেন আমিশা।

সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কয়েকদিন আগে আমিশা তার প্রোডাকশন হাউস থেকে একটি চেক পাঠায়। কিন্তু সেই চেকে টাকা ছিল না। বিষয়টি আমিশাকে কল করে জানাই। তবে অভিনেত্রী আমাকে টাকা দেবে না বলে জানান। একই সঙ্গে হুমকি দিতে থাকেন।

আমিশার এই আচরণে অসন্তুষ্ট হয়ে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন বলে জানান অজয়।

জিএ/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়