logo
  • ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

শুটিংয়ে আহত সিয়াম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৭ জুন ২০১৯, ১৮:১৬ | আপডেট : ২৭ জুন ২০১৯, ১৮:৪৫
চিত্রনায়ক সিয়াম আহমেদ
চিত্রনায়ক সিয়াম আহমেদ

হালের চিত্রনায়ক সিয়াম আহমেদ শুটিং-এ আহত হয়েছেন। তার নতুন ছবি ‘শান’র শুটিংয়ে আহত হন এই তরুণ নায়ক।

গতকাল বুধবার (২৬ জুন) দুপুরে সাভার এলাকায় ছবিটির শুটিং চলছিল।  সেখানে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় হঠাৎ ডান কাঁধে চোট পান সিয়াম। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও শুটিংয়ে অংশ নেন তিনি। তবে বড় সমস্যা দেখা দেয় শুটিং পরবর্তী সময়ে।

এ প্রসঙ্গে সিয়াম জানান, শুটিংয়ে আঘাত পেয়ে খুব বেশি গুরুত্ব দেইনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ভেবেছিলাম শুটিং শেষ করতে পারবো। সেভাবেই কাজ করেছি। আঘাতের খবর জোরালোভাবে জানালে সবাই ব্যস্ত হয়ে পড়ত। তাই কাউকে বলেনি। পরে অবশ্য ডান হাত নাড়াতে পারছিলাম না। তখন বুঝেছি ব্যথার পরিমাণ বেশ। এজন্য ফিজিওথেরাপিস্টও আমাকে শক্ত কথা শুনিয়েছেন।

অ্যাকশন ঘরানার থ্রিলার ছবি ‘শান’ ছবিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে তাকে দেখা যাবে সিয়ামকে। এই ছবিটি পরিচালনা করছেন এম রাহিম।

ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা চেরি। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণা বিশ্বাস, চম্পা, তাসকিন, ডনসহ অনেকে। 

 

জিএ/এম 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়