• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাতিসংঘে বক্তব্য রাখবেন শিনা চৌহান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৯, ১৫:২২
শিনা চৌহান

ভারতীয় অভিনেত্রী শিনা চৌহান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপস্থাপনার মাধ্যমে এ দেশের দর্শকের কাছে পরিচিতি পান। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে প্রধান চরিত্রে দেখা গেছে তাকে। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উড়াল দিয়েছেন। জাতিসংঘে আয়োজিত তিন দিনের এক সম্মেলনে অংশ নিচ্ছেন শিনা চৌহান।

সেখানে আন্তর্জাতিক মানবাধিকার শিক্ষা বিষয়ে বক্তব্য দেবেন ভারতীয় এই মডেল-অভিনেত্রী। বুধবার ভারত থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রওনা হন তিনি।

জানা গেছে, নিউ ইয়র্কের জাতিসংঘে ১৬তম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন আয়োজন করেছে অলাভজনক সংগঠন ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এটি। আগামী ২৮ জুন এতে বক্তব্য রাখবেন শিনা। এ সময় উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশ্বনেতারা।

ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া দূত হিসেবে কাজ করছেন শিনা। যুব সম্প্রদায়ের মধ্যে মানবাধিকার শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করছে সংগঠনটি।

শিনা জানান, মানবাধিকারের দূত হিসেবে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। দীর্ঘদিন ধরে মানবাধিকার শিক্ষার ব্যাপারে কাজ করছি। প্রত্যেক স্কুলে মানবাধিকারের শিক্ষাদান আমাদের স্বপ্ন।

২০১১ সালে দক্ষিণী তারকা মামুতির বিপরীতে ‘দ্য ট্রেন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবেক এই মিস কলকাতার।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh