logo
  • ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ২৫ অগ্রহায়ণ ১৪২৬

টাইগার-দিশার সম্পর্কে ভাঙন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ জুন ২০১৯, ১৮:১৭ | আপডেট : ২৫ জুন ২০১৯, ১৮:৩২
বলিউডের প্রেমিক যুগল টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানির প্রেম ভেঙে গেছে। দুজনের প্রেমকাহিনী সবারই জানা। টাইগার-দিশাকে কিছুদিন আগেও একটি রেস্টুরেন্টে দেখা গেছে। সম্প্রতি ‘ভারত’ ছবির প্রিমিয়ারেও তারা একসঙ্গেই গিয়েছিলেন।

কিন্তু হঠাৎ করেই জানা গেছে, এই জুটির সম্পর্ক নাকি ভেঙে গেছে। এমন খবরে অবাক হয়েছেন অনেকেই।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কয়েক সপ্তাহে ধরে টাইগার ও দিশার মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছিল না। নানা বিষয়ে দুজনের মতের অমিল দেয়। যা কোনোভাবেই ঠিক হচ্ছিল না। সেকারণে তারা দুজন আলাদা পথে হাঁটছেন এবং চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এমনটা শোনা যাচ্ছে।

গেল কয়েক বছর ধরে বলিউডে টাইগার-দিশার সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। এই মধুর সম্পর্ক এভাবে ভেঙে যাবে কেউই হয়তো ভাবেননি।

টাইগারের পরিবারের সঙ্গেও দিশার ভালো সখ্যতা ছিল। কিন্তু এত কিছুই পরেই শেষ পর্যন্ত আলাদা পথে হাঁটছেন তারা।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়