• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ব সঙ্গীত দিবসের বর্ণাঢ্য আয়োজন শিল্পকলায়

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২১ জুন ২০১৯, ১৪:৩০

আজ শুক্রবার (২১ জুন) বিশ্ব সঙ্গীত দিবস। ১৯৮২ সালে প্রথম শুরু হয় সঙ্গীত দিবস পালন। বর্তমানে বাংলাদেশ ও ভারতসহ প্রায় ১২০টি দেশ পালন করছে এই দিবসটি। বিশ্ব সঙ্গীত দিবস ২০১৯ উপলক্ষে ২১ জুন বিকেল ৪টা থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আয়োজনে থাকছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশনের পরিবেশনায় প্রথমে থাকবে সমবেত যন্ত্রসঙ্গীত। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু দলের পরিবেশনায় ‘সত্য বল সুপথে চল’ সমবেত সঙ্গীত। ঢাকা সাংস্কৃতিক দল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত শিল্পীবৃন্দের পরিবেশনা ‘ও আলোর পথযাত্রী’। উত্তরায়ণ পরিবেশন করবেন সমবেত সঙ্গীত ‘জাগ জাগরে জাগ সঙ্গীত’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ পরিবেশন করবেন সমবেত সঙ্গীত ‘জয় হোক জয় হোক’।

সমবেত সঙ্গীত পরিবেশন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ। গান ‘সবারে বাসরে ভাল, নইলে মনের কালো ঘুচবে নারে’। সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় পরিবেশন করবেন ‘ধীরে সমীরে চঞ্চল নীড়ে’ গান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দল পরিবেশন করবেন ‘ধন্য ধন্য বলি তারে’।

এছাড়া ‘আমার দেশের মাটির গন্ধে’ গানটি গাইবেন ইউসুফ, প্রিয়াংকা গোপ, অনিমা মুক্তি। উর্দু গান ‘ও লাল মেরি’ গাইবেন পুলক বেলী আফরোজ, পারভেজ। আরবী গান ‘বিন্তে মালাবিয়া’ গাইবেন কোনাল, রাফাত হৈমন্তী। চাইনিজ গান ‘নিউ আইন’ গাইবেন প্রতীক, পুতুল, দিনাত জাহান মুন্নী। নেপালি গান ‘টুন্নারা ডামপু’ গাইবেন লুইপা, সজীব, পিংকী। রাশিয়ান গান ‘নাতাশা’ গাইবেন রন্টি, শুভ, স্মরণ। হিন্দি গান ‘কাভি কাভি’ গাইবেন কনা, ইমরান, মুহিন। জাপানি গান গাইবেন ইবরার টিপু, বিন্দুকনা, শান। ইংলিশ গান ‘সামারওয়াইন’ গাইবেন আরমান মুসা, সাব্বির, জয় শাহরিয়ার। স্প্যানিশ গাইবেন মেহরাব, আলিফ, সুজন আরিফ। এবং বাংলা গান ‘ধন ধান্য পুষ্প ভরা’ পরিবেশন করবেন মৌটুসী, বাদশা বুলবুল, সিথি, প্রিয়াংকা বিশ্বাস, ডলি শায়ন্তনী।

অনুষ্ঠান উপস্থাপনা করবেন মাশকূর-এ-সাত্তার কল্লোল ও তামান্না তিথি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দিনেই শিল্পকলা পদকের ফরম পূরণ করেছিলেন সাদি মহম্মদ
শুক্রবার থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন
বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের এক দশকপূর্তি উদযাপন
শিল্পকলায় শেষ শ্রদ্ধা, গাজীপুরে দাফন
X
Fresh